(প্রেস বিজ্ঞপ্তি)

২৩ জুন ঢাকা, সোমবার, ২১ জুন- ২০২১ :

প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর কর্মময় জীবনের দূর্লভ সব ছবি নিয়ে প্রকাশিত “সময়ের আয়নায় পল্লীবন্ধু” গ্রন্থের প্রকাশনা উৎসব ২৩ জুন বুধবার। বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যার এর বনানী কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠাকিভাবে গ্রন্থটির মোড়ক উন্মেচন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এছাড়া জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। “সময়ের আয়নায় পল্লীবন্ধু” গ্রন্থটি প্রকাশ করেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর সাফল্যময় জীবনের ২৪০ পৃষ্ঠার “সময়ের আয়নায় পল্লীবন্ধু” বইটি সম্পাদনা করেছন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পেয়ারুল হক হিমেল। বইটিতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর পারিবারিক, সৈনিক, রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক এবং জীবনাবসান সহ জীবনের বিভিন্ন ছবি স্থান পেয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর আগেই ২০১৮ সালে “সময়ের আয়নায় পল্লীবন্ধু” বইটি প্রথম প্রকাশিত হয়েছিলো। দ্বিতীয় সংস্করণে আরো কিছু দুর্লভ ছবি এবং পল্লীবন্ধুর অন্তিম জীবনের ছবি যুক্ত করা হয়েছে।

খন্দকার দেলোয়ার জালালী জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি – ০২।