নির্বাচনী জয়, বৈষম্যের শিকার অথবা স্রেফ জান বাঁচাতে, অধিকাংশ মানুষই এখন নিজেকে সরকারি দলের বলে পরিচয় দেয়। এ মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের। বলছেন, রাজনৈতিক শূন্যতায় দিন দিন সংকুচিত হয়ে আসছে দেশের রাজনীতি, তৈরি হচ্ছে ষড়যন্ত্রের ক্ষেত্র। ৯১-এর পর থেকেই দেশে সাংবিধানিক একনায়কতন্ত্র চলছে বলেও মনে করেন জিএম কাদের। নিউজটোয়েন্টিফোরকে দেয়া একান্ত সাক্ষাতকারটির বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি যখন খুব অসুস্থ হয়ে পড়েন, তখন ২০১৯ সালের ৫ মে তাঁর ছোট ভাই গোলাম মোহম্মদ কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করেন। যদিও এর অনেক আগেই ১৯৯৬ সালেই জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য তিনি। জি এম কাদের নামেই তিনি পরিচিত। ২০১৯ সালের ১৪ই জুলাই মৃত্যুবরণ করেন এরশাদ। ভাইয়ের মৃত্যুর পর জাতীয় পার্টির পূর্ণ চেয়ারম্যান নিযুক্ত হন তিনি।জি এম কাদের মনে করেন দেশে চলছে রাজনৈতিক শূন্যতা। তিনি বলছেন, এরশাদের পদত্যাগের পর থেকেই দেশের শাসনতন্ত্র অনেকটা এক ব্যক্তি কেন্দ্রীক। একচেটিয়া নির্বাচনে জয়ী হওয়াসহ আরো না না কারনেই অধিকাংশ মানুষ নিজেকে সরকারি দলের বলে পরিচয় দেয়- এমনও বলছেন জি এম কাদের। তাঁর অভিযোগ, যতই জোট হোক না কেনো জাতীয় পার্টিকে বিএনপি, আওয়ামী লীগ কেউই ছেড়ে দেয়নি। তবে এই মুহুর্তে নির্বাচন পদ্ধতির উপর মানুষের আস্থা ফেরানোতেই সংকট দূর হবে এমনটাই বিশ্বাস জি এম কাদেরে।

You may also like

Page 1 of 14

মাসিক চাঁদা পরিশোধ

মাসিক চাঁদা পরিশোধের জন্য বিকাশ একাউন্টের পেমেন্ট অপশন এ গিয়ে 01958368820 এই নাম্বার বা  বিকাশ অ্যাপস থেকে নিচের QR কোড স্ক্যান করে মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন বা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে যেকোন ক্রেডিট/ডেবিট কার্ড দিয়েও দেয়া যাবে বিস্তারিত


This will close in 20 seconds

error: Content is protected !!