জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সাংবাদিক সুরক্ষা আইন তৈরি জরুরি হয়ে পড়েছে। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট সংবিধান, গণতন্ত্র ও তথ্য অধিকার আইনের পরিপন্থী। ব্রিটিশ সাম্রাজ্য টিকিয়ে রাখতে করা এই আইন এখন অপ্রয়োজন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী বিদেশের সঙ্গে সব চুক্তি সংসদে উপস্থাপন করতে হবে।

error: Content is protected !!