প্রেসবিজ্ঞপ্তি

ঢাকা, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর -২০২১ :

জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই জাতীয় পার্টির রাজনীতি। ৩১ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি এখন অনেক সুসংহত। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দলকে আরো সুসংহত করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু। আজ দুপুরে জাতীয় পার্টি জেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে সিলেট জেলার জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টি মহাসচিব এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, সিলেট জেলা আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ, মরতুজা আহমেদ চৌধুরী, শাহীনুর উদ্দিন নাজুর, আতিকুর রহমান, দেলোয়ার হোসেন, আলী হোসেন, সাজ্জাদ মিয়া।

বার্তা প্রেরক- এম এ রাজ্জাক খান

দফতর সম্পাদক-২ জাতীয় পার্টি

error: Content is protected !!