বেকারদের জন্য চাই সরকারের উদ্যোগজাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, করোনাকালে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে। অসহায়ের পাশে দাঁড়াতে হবে সমাজের বিত্তবানদেরও। বিভিন্ন সূত্রে জানা গেছে করোনায় প্রায় আড়াই কোটি মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছে। তাই তাদের পাশে দাঁড়ানো জরুরি। গতকাল এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরও বলেন, করোনাকাল চলছে, তার ওপর রমজান, ভালো নেই সাধারণ মানুষ। কর্মহীন মানুষ সঞ্চয় ভেঙে সংসার চালিয়ে রিক্ত হয়ে পড়েছে। কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকেই মূল উদ্যোগ নিতে হবে।

https://www.bd-pratidin.com/city/2021/04/28/644022

মাসিক চাঁদা পরিশোধ

মাসিক চাঁদা পরিশোধের জন্য বিকাশ একাউন্টের পেমেন্ট অপশন এ গিয়ে 01958368820 এই নাম্বার বা  বিকাশ অ্যাপস থেকে নিচের QR কোড স্ক্যান করে মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন বা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে যেকোন ক্রেডিট/ডেবিট কার্ড দিয়েও দেয়া যাবে বিস্তারিত


This will close in 20 seconds

error: Content is protected !!