
(প্রেস বিজ্ঞপ্তি)
ঢাকা, সোমবার, ১১ জুলাই- ২০২২।
স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক ড. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াত ড. এনামুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাপী জনমত সৃষ্টিতে অসামান্য অবদান রেখেছেন ড. এনামুল হক। জাতীয় যাদুঘর প্রতিষ্ঠায় তাঁর অবদান অনন্য। স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক ড. এনামুল হকের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি – ০২।