
শোক সংবাদ
ঢাকা- ২৪ এপ্রিল, শনিবার ২০২১
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর উপদেষ্টা হাসিবুল ইসলাম জয় এর “মা” হোসনে আরা বেগম গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় লুবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । প্রয়াত হোসনে আরা বেগম এর মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, হাসিবুল ইসলাম জয়ের মাতা হোসনে আরা বেগম একজন ধর্মভীরু , সদালাপী, বিনয়ী ও পরোপকারী মানুষ ছিলেন। হোসনে আরা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। মৃত্যুকালে হোসনে আরা বেগম এর বয়স হয়েছিল ৭৮ বছর। প্রয়াত হোসনে আরা বেগম বাংলাদেশ ব্যাংকের প্রয়াত পরিচালক নজরুল ইসলাম সাহেবের সহধর্মিনী বনানী মডেল স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও শিক্ষিয়েত্রী । মরহুমা হোসনে আরা বেগম বনানীস্থ নিজ বাসায় ম্যাসিভ ব্রেণ স্ট্রোক ও ম্যাসিভ হার্ট এটাক করে দুইদিন উত্তরা লুবানা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর গতকাল শুক্রবার অনুমানিক সময় বিকাল তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । অনুরূপ এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু হাসিবুল ইসলাম জয়ের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। মরহুমার নামাজের জানাজা আজ শনিবার সকালে রংপুর করমিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে রংপুরের নূরপুর কবরস্থানে পিতামাতার পাশে দাফন করা হয়।
বার্তা প্রেরক
এম এ রাজ্জাক খান
দফতর সম্পাদক-২ ,জাতীয় পার্টি।
০১৭১২৫৮৩৬৬৪