জাতীয় পার্টির ওয়েবসাইট-এ পার্টির মাননীয় চেয়ারম্যানের বাণী
বর্তমান তথ্য প্রযুক্তির অপ্রতিরোধ্য আধিপত্যের দুনিয়ায় ওয়েব সাইট শাখাটি এমন এক গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে যেখানে যেকোনো একটি তথ্যকে মুহুর্তেই তাবৎ বিশ্বের মানুষের কাছে প্রচার করে দেয়া সম্ভব। তথ্যের আদান-প্রদানের মধ্য দিয়ে মানুষের মধ্যে পারস্পারিক সম্পর্ক স্থাপিত হয় এবং ক্রমান্বয়ে তা জোরদার হয়ে ওঠে। নিজেকে অন্যের কাছে জানানো এবং অন্যকে জানার মাধ্যমে যেমন জ্ঞানের বিকাশ ঘটে, তেমনি মনেও প্রশান্তি আসে। গোটা বিশ্বকে হাতের মুঠোর মধ্যে পাওয়ার কথাটি এখন আর প্রবাদ বাক্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এ কথাটি এখন বাস্তব। বিশ্বের বরফঢাকা প্রান্তেও ঘটে যাওয়া কোনো ঘটনার কথা জানতে এখন আর পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় না কিংবা ইলেকট্রকি মিডিয়ার সামনেও বসার প্রয়োজন থাকে না। শুধুমাত্র ওয়েব সাইটের মাধ্যমেও আমরা জানানোর মতো তথ্যকে জানাতে কিংবা জানতে পারি।

আমাদের প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টি আধুনিক ধারায় গতি মিলিয়ে চলার নীতিতে বিশ্বাসী একটি বাস্তববাদী রাজনৈতিক দল। আমাদের আদর্শ, কর্মসূচী, কর্মকান্ড সব কিছু তাৎক্ষণিকভাবে দেশবাসীকে অবহিত করে তাদের কাছে থেকেও ফিডব্যাক পাওয়ার আশা করে থাকি। এই ভাবের আদান-প্রদানের মাধ্যম হিসেবে আমরা ওয়েব সাইটকে যথাযথবাবে ব্যবহার করতে চাই। ওয়েবসাইট প্রযুক্তির উদ্ভবের সাথে সাথেই এই মাধ্যমটিকে আমরা ব্যবহার করেছি। শুরু থেকেই আমাদের jatiyoparty.org পরিচয়ের একটি ওয়েব সাইট ছিলো। আজকের দুনিয়ায় যে কোনো প্রযুক্তি একটি জায়গায় স্থির থাকে না। ক্রমেই তার অবয়ব পাল্টাতে থাকে। আমরাও আমাদের ওয়েবসাইটের আরো আধুনিকীকরণ এবং সমৃদ্ধ করার চেষ্টা করেছি। এখন আমাদের নতুন ওয়েবসাইটের নাম jatiyoparty.org.bd । এখানে থাকবে আমাদের পার্টির যাবতীয় তথ্য এবং সেই সাথে প্রতিনিয়ত প্রচারিত হবে আমাদের কর্মকান্ডের খবর, বক্তব্য ও বিবৃতি।

আমি আশা করি, এই ওয়েব সাইটের মাধ্যমে জাতীয় পার্টর অগণিত নেতা-কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ আমাদের সংগঠন সম্পর্কে জানতে ও বুঝতে পারবে। ওয়েব সাইটের মাধ্যমে জনগণ ও জাতীয় পার্টির মধ্যে যদি পারস্পারিক সম্পর্ক স্থাপন করাতে পারি তাহলেই আমাদের প্রচেষ্টা সফল হবে। সেই সাফল্যের আশাতেই শুরু হলে আমাদের পথ চলা।

(গোলাম মোহাম্মদ কাদের এমপি)
চেয়ারম্যান, জাতীয় পার্টি

মাসিক চাঁদা পরিশোধ

মাসিক চাঁদা পরিশোধের জন্য বিকাশ একাউন্টের পেমেন্ট অপশন এ গিয়ে 01958368820 এই নাম্বার বা  বিকাশ অ্যাপস থেকে নিচের QR কোড স্ক্যান করে মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন বা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে যেকোন ক্রেডিট/ডেবিট কার্ড দিয়েও দেয়া যাবে বিস্তারিত


This will close in 20 seconds

error: Content is protected !!