( প্রেস বিজ্ঞপ্তি)

ঢাকা, বুধবার, ২৬ মে ২০২১।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তাই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, করোনাকালে প্রমান হয়েছে দেশের স্বাস্থ্য সেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সকল পরিক্ষা-নিরীক্ষা থাকতে হবে।

জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউ সহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে । জীবন রক্ষাকারী ঔষধ বিনামূল্যে দিতে হবে রোগীদের। বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না। আমরা চাই বিনা চিকিৎসায় যেন একজন রোগীরও যেন মৃত্যু না হয়। চিকিৎসা সহ মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি।

খন্দকার দেলোয়ার জালালী

জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২।

error: Content is protected !!