ঢাকা, সোমবার, ১৬ আগষ্ট -২০২১ :

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি ছয় দিনের সরকারি সফরে লালমনিরহাট ও রংপুর যাচ্ছেন ১৮ আগষ্ট। এসময় তিনি সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, বিভিন্ন প্রকল্পে ভিত্তি প্রস্তর স্থাপন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ১৮ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে সৈয়দপুর বিমানন্দরের উদ্দেশ্যে রওয়ানা করবেন। বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে লালমনিরহাট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি। ১৯ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের লোহাকুচি উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করবেন। বেলা ১১টায় কুর্শামারী উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করবেন। দুপুর ১২টায় মোস্তাফীহাট বালিকা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন। সাড়ে ১২টায় খোড়াগাছ দাখিল মাদ্রাসা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। দুপুর ১টায় গোকুন্ডা মডেল উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বিকেল ৪টায় কালমাটি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপণ করবেন। বিকেল সাড়ে ৪টায় কালমাটি উচ্চবিদ্যালয়ের সম্প্রসারণ কাজের উদ্বোধণ করবেন। বিকেল ৫টায় জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।

২০ আগষ্ট শুক্রবার জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সকাল ৯টায় গিয়াস উদ্দিন উচ্চবিদ্যালয়ের সম্প্রসারণ কাজ উদ্বোধন করবেন। সকাল সাড়ে ৯টায় কবি শেখ ফজলুল করিম বালিকা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজ উদ্বোধন করবেন। বেলা ১১টায় পূর্বসাপটানা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন। বিকেল ৪টায় লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপদেষ্টা কমিটির সভায় যোগ দেবেন জাতীয় পার্টি চেয়াম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। ২১ আগষ্ট শনিবার সকাল ১০টায় লালমনিরহাট সার্কিট হাউস থেকে রংপুর সার্কিট হাউস এর উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন। বিকেল ৫টায় রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয় মিলনায়তনে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। ২২ আগষ্ট রবিবার বেলা ১১টায় রংপুর সিটি কর্পোরেশন এর পরিষদের সাথে মতবিনিময় করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিকেল সোয়া ৫টায় রংপুর সার্কিট হাউস থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে নভোএয়ার এর একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উত্তরাস্থ নিজ বাস ভবনে উপস্থিত থাকার কথা রয়েছে।

খন্দকার দেলোয়ার জালালী

জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি – ০২।

মাসিক চাঁদা পরিশোধ

মাসিক চাঁদা পরিশোধের জন্য বিকাশ একাউন্টের পেমেন্ট অপশন এ গিয়ে 01958368820 এই নাম্বার বা  বিকাশ অ্যাপস থেকে নিচের QR কোড স্ক্যান করে মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন বা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে যেকোন ক্রেডিট/ডেবিট কার্ড দিয়েও দেয়া যাবে বিস্তারিত


This will close in 20 seconds

error: Content is protected !!