
(প্রেস বিজ্ঞপ্তি)
ঢাকা, রবিবার, ২৫ সেপ্টেম্বর- ২০২২ :
পঞ্চগড়ে করতোয়া নদীতে ট্রলার ডুবিতে ব্যাপক সংখ্যক প্রাণহানীর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, শারদীয় দুর্গা উৎসবের আগে ট্রলার ডুবিতে একই সাথে সনাতন ধর্মের অনেকের মৃত্যুর ঘটনা মেনে নেয়া যায় না। নৌযান গুলো অতিরিক্ত যাত্রী বহন করছে, দেখার যেন কেউ নেই। স্বাধীনতার পঞ্চাশ বছরেও আমাদের নৌপথ নিরাপদ নয়। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
পঞ্চগড়ে করতোয়া নদীতে ট্রলার ডুবিতে ব্যাপক সংখ্যক প্রাণহানীর ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২