
(প্রেস বিজ্ঞপ্তি)
ঢাকা, বুধবার, ০৪ আগস্ট- ২০২১ :
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি। অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুই ম্যাচে অসাধারণ নৈপুণ্যে টাইগারদের বিজয় এক অনন্য অর্জন। স্বল্প রানে অস্ট্রেলিয়াকে বেঁধে শক্তিমত্তার পরিচয় দিয়েছে বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করে বলেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আরো উন্নতি করবে বাংলাদেশ। পাশাপাশি সিরিজের বাকী ম্যাচেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান-এর প্রেস সেক্রেটারি- ০২।