
(শোক বিবৃতি)
সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুর রউফ এর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান- এর শোক।ঢাকা- ০২ মে,রবিবার ২০২১।জাতীয় পার্টি মানিকগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি, মানিকগন্জ- ০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুর রউফ (৮৫) গত রাত ০২ঃ০০ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রিন্সিপাল আব্দুর রউফ মৃত্যুকালে ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বাদ আসর নামাযে জানাযা শেষে মরহুমকে মানিকগঞ্জের শিবালয় থানার মালতী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।পৃথক এক শোক বার্তায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুর রউফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
বার্তা প্রেরকঃ-(মাহমুদ আলম)
যুগ্ম দফতর সম্পাদক,
জাতীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।