(প্রেস বিজ্ঞপ্তি)

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মে-২০২২ :

টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক বিবৃতিতে বন্যার্ত মানুষের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান তিনি। বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, প্রায় এক সপ্তাহ ব্যাপী বন্যায় সিলেটের পানিবন্ধি মানুষ সিমাহীন দূর্ভোগে দিনাতিপাত করছে। ইতোমধ্যেই অনেক পরিবারেই খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দিন এনে দিন খায়, এমন মানুষের সংসারে হাহাকার উঠেছে। পাশাপশি সিলেটের বিভিন্ন ইউনিয়নেও বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। তাই প্রয়োজনীয় ত্রাণ ও অর্থ সহায়তা দিতে সরকারের প্রতি আহবান জানান। বিবৃতিতে সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের এগিয়ে আসতে আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

খন্দকার দেলোয়ার জালালী

জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি – ০২

error: Content is protected !!