
প্রেস বিজ্ঞপ্তি) ঢাকা, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩: ইতিহাসের ভয়াবহ বন্যায় লিবিয়ায় ব্যাপক প্রাণহানির খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি। শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ভ্রাতৃপ্রতিম লিবিয়ার মহাবিপর্যয়ের সংবাদে আমরা মর্মাহত।
এমন বিপদে অন্যান্য দেশের সাথে আমরাও লিবিয়ার পাশে থাকবো। লিবিয়া সরকার ও সেদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, আশা করছি, খুব দ্রুতই লিবিয়ায় স্বাভাবিক জীবন ফিরে আসবে। ইতিহাসের ভয়াবহ বন্যায় লিবিয়ায় ব্যাপক প্রাণহানির খবরে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি -০২