
(প্রেস বিজ্ঞপ্তি)
ঢাকা, বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ :
এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেন, অসাধারণ নৈপুন্যে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল।
ভারতের বিপক্ষে এই বিজয় ঐতিহাসিক। পরপর দুই ম্যাচে টাইগারদের লড়াকু মনোভাব আনন্দিত করেছে পুরো জাতিকে। টাইগাররা এখন ক্রিকেটের যেকোন পরাশক্তির বিপক্ষেই লড়াই করতে সক্ষম। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ম্যাচেও বিজয়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২