প্রেস বিজ্ঞপ্তি)
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন অদম্য শক্তি
-গোলাম মোহাম্মদ কাদের
ঢাকা, বৃহস্পতিবার, ০৩ মার্চ- ২০২২ : সফররত আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ জিতেছে টাইগাররা। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন অদম্য শক্তি। তিনি আশা প্রকাশ করে বলেন, সিরিজের অপর ম্যাচেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে।

সফররত আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর
প্রেস সেক্রেটারি – ০২

error: Content is protected !!