(সংবাদ বিজ্ঞপ্তি)

ঢাকা, ২০ মার্চ, সোমবার, ২০২৩।

আজ ২০ মার্চ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপ্রতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর শুভ জন্মদিন। এ উপলক্ষ্যে জাতীয় পার্টি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ মাগরিব কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা’র সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত দো’আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা- ড. নুরুল আজহার শামিম, ভাইস চেয়ারম্যান- আরিফুর রহমান খান, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, এড. আব্দুল হামিদ ভাসানী, মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক- নির্মল দাস, লিয়াকত হোসেন চাকলাদার, যুগ্ম সম্পাদক মন্ডলীর সদস্য- জাকির হোসেন মিলন, সুজন দে, আকতার হোসেন দেওয়ান, এম এ সোবহান, মোঃ আবু তৈয়ব, মাহমুদ আলম, ইব্রাহিম আজাদ, নির্বাহী সদস্য- সামছুল হুদা মিয়া, মাসুদুর রহমান চৌধুরী, জামাল উদ্দিন, মহানগর নেতা- হুমায়ুন কবির, আফতাব গনি, মাহবুবুর রহমান খসরু, হুমায়ুন কবির কালা, মোঃ সেলিম আহমেদ,পল্লী হোসেন, যুবনেতা রওশন আলম, ফরহাদ হোসেন, রুবেল হোসেন, শ্রমিক নেতা এমদাদুল হক রনি, পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব মোঃ জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জাকের প্রমূখ। দো’আ পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী আলহাজ্ব মোঃ ইছারুহুল্লাহ আসিফ ।

বার্তা প্রেরক- (মাহমুদ আলম)

যুগ্ম দফতর সম্পাদক, জাতীয় পার্টি।

error: Content is protected !!