
প্রেস বিজ্ঞপ্তি)
ঢাকা, মঙ্গলবার, ১৪ মার্চ -২০২৩।
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডেকে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদেরও অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, বিশ^চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল বিশ্ব ক্রিকেটে শক্তিমত্তার পরিচয় দিয়েছে। পুরো সিরিজেই লড়াকু মনোভাব ছিলো টাইগারদের। গৌবরোজ্জল এই অর্জন স্বর্নাক্ষরে লেখা থাকবে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে। নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণীত করবে এই বিজয়।
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডেকে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর
প্রেস সেক্রেটারি-০২।