ফেনীতে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। নৈতিক দিক থেকে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ফলে বিএনপির সময় যেমন স্বৈরতন্ত্র ছিল, এখন আওয়ামী লীগের সময়ও স্বৈরতন্ত্র চলছে। গতকাল শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জি এম কাদের প্রশ্ন করেন, মানুষের স্বপ্ন ছিল দেশের মালিক হবে জনগণ, এখন সেই দেশে জনগণের অবস্থান কোথায়? আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগ একবার ও বিএনপি পাঁচবার দুর্নীর্তিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপিই প্রথম বিচারবহির্ভূত হত্যা চালু করেছে।
এভাবে তারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হত্যা করে। আর এখনো দেশে গণতান্ত্রিক অবস্থান নেই। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ দিশাহারা। সরকার দ্রব্যমূল্য নিয়ে শুধুই মিথ্যাচার করছে।
https://www.bd-pratidin.com/first-page/2022/03/30/754722

 

মাসিক চাঁদা পরিশোধ

মাসিক চাঁদা পরিশোধের জন্য বিকাশ একাউন্টের পেমেন্ট অপশন এ গিয়ে 01958368820 এই নাম্বার বা  বিকাশ অ্যাপস থেকে নিচের QR কোড স্ক্যান করে মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন বা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে যেকোন ক্রেডিট/ডেবিট কার্ড দিয়েও দেয়া যাবে বিস্তারিত


This will close in 20 seconds

error: Content is protected !!