(প্রেস বিজ্ঞপ্তি)

ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান তিনি। অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, তুমুল লড়াই করে জিততে শিখেছে টাইগাররা। টাইগারদের এই বিজয় অত্যন্ত মূল্যবান।

তিনি আশা প্রকাশ করে বলেন, সিরিজের বাকি ম্যাচ গুলোতেও লড়াই করে গৌরবোজ্জল বিজয় ছিনিয়ে আনবে বাংলাদেশের দামাল ছেলেরা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

খন্দকার দেলোয়ার জালালী

জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি- ০২।

error: Content is protected !!