
( সংবাদ বিজ্ঞপ্তি) সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার লক্ষ্যে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি- জি এম কাদের এমপি।
ঢাকা- ২০ অক্টোবর, বুধবার,২০২১।
আগামী ২২ অক্টোবর,শুক্রবার সকাল ১০ টায় জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার লক্ষ্যে এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন- জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সভাপতিত্ব করবেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। সমাবেশ সঞ্চালনা করবেন- মাননীয় চেয়ারম্যান-এর উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল। উক্ত সম্প্রীতি সমাবেশে জাতীয় পার্টি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থেকে সমাবেশকে সফল করার অনুরোধ জানানো হয়েছে।
বার্তা প্রেরকঃ-
( মাহমুদ আলম)
যুগ্ম দফতর সম্পাদক,
জাতীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।