জাতীয় পার্টির বিকাশ মার্চেন্ট একাউন্ট, ডিজিটাল পেমেন্ট ও অটোমেশন সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী-দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয় ।

গত ১ লা জানুয়ারীতে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও বিরোধী-দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয়, জাতীয় পার্টির  নতুন ওয়েবসাইট www.jatiyoparty.org.bd জাতীয় পার্টি ডিজিটাল অটোমেশন সফটওয়্যার এবং Android Apps-এর শুভ উদ্ধোধন করেন।

জাতীয় পার্টির বিকাশ মার্চেন্ট (০১৭১১৫৪৬৯৪৬) এই নাম্বারে ঘরে বসে জাতীয় পার্টির মাসিক চাঁদা/অনুদান দেয়া যাবে । এছাড়া জাতীয় পার্টির ডিজিটাল অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যে কোন সদস্য মোবাইল ওটিপি কোডের সাহায্যে লগইন করে ঘরে বসে যে কোন ব্যাংকের ক্রেডিট/ডেবিট/প্রিপেইড কার্ড এবং বিকাশ ও অন্যান্য মোবাইল ব্যাংকিং দিয়ে  মাসিক চাঁদা/অনুদান পরিশোধ করতে পারবেন এবং স্বয়কিংয়ভাবে পেয়ে যাবেন চাঁদা পরিশোধের ডিজিটাল রশীদ এবং মোবাইল এস.এম.এস । নিজের প্রোফাইল আপডেট করে ঘরে বসে বিকাশ-০১৭১১৫৪৬৯৪৬ বা ডিজিটাল অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে মাসিক চাদা/অনুদান প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল ।

লিংকঃ https://jatiyoparty.org.bd/app/signin

মাসিক চাঁদা পরিশোধ

মাসিক চাঁদা পরিশোধের জন্য বিকাশ একাউন্টের পেমেন্ট অপশন এ গিয়ে 01958368820 এই নাম্বার বা  বিকাশ অ্যাপস থেকে নিচের QR কোড স্ক্যান করে মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন বা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে যেকোন ক্রেডিট/ডেবিট কার্ড দিয়েও দেয়া যাবে বিস্তারিত


This will close in 20 seconds

error: Content is protected !!