
(প্রেস বিজ্ঞপ্তি)
ঢাকা, সোমবার, ১৭ জানুয়ারি- ২০২২ :
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ আরো ভালো বোধ করছেন। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। নেতিবাচক কোন উপসর্গ নেই তাঁর।
চলমান সংসদ অধিবেশনে যোগ দিতে বিধি অনুযায়ী গেলো ১৫ জানুয়ারি তিনি করোনা টেস্ট করলে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি নিজ বাসভবনে বিশ্রামে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা সকল পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ভালো এসেছে। আজ সকালেও তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষুধ ও খাদ্য গ্রহণ করছেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর মনোবল অটুট আছে। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গতকাল থেকেই সারাদেশে জাতীয় পার্টির নেতা কর্মীরা প্রিয় নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছে। জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের যেন দ্রুত সুস্থ হন সেজন্য মহান আল্লার দরবারে ফরিয়াদ করছেন সবাই।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২