(প্রেস বিজ্ঞপ্তি )
জাতীয় পার্টি কারো লেজুরবৃত্তি করে না-গোলাম মোহাম্মদ কাদের
ঢাকা, রবিবার, ২০ ফেব্রুয়ারি- ২০২২।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন,  জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে। জাতীয় পার্টি কারো লেজুরবৃত্তি করে না। নির্বাচনে কোন দলের সাথে জোট হবে তাও নিশ্চিত নয়। তাই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। নির্বাচনের আগেই পার্টিকে সুসংহত করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।
আজ বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।
এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির নীতি নির্ধারণী বিষয়ে পার্টি চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে মহাসচিব কথা বলবেন। এছাড়া কেউ নীতি নির্ধারণী বিষয়ে কথা বললে তা পার্টি শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, জাতীয় পার্টি গণমানুষের কথা বলতেই রাজনীতি করছে। আমরা দেশ ও মানুষের স্বার্থ রক্ষার আন্দোলনে সংসদের পাশাপাশি রাজপথেও ভূমিকা রাখবো।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে জনগণের প্রতি সরকারের কোন দরদ নেই। তাই অযৌক্তিক ভাবে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। ওয়াসার পানির দামও বাড়াতে চাচ্ছে। ফলে পণ্যের পরিবহন ব্যায় বেড়ে গেছে। তাই প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বাড়ছে প্রতিদিন। সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। দেশের মানুষ এমন বাস্তবতা থেকে মুক্তি পেতে চায়। আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। আমরা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতি করছি।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লীবন্ধুর রাজনীতি ছড়িয়ে দেবো। নির্বাচনের আগেই শক্তিশালী জাতীয় পার্টি দেখবে দেশের মানুষ। আওয়ামী লীগ বা বিএনপি নয়, আগামী দিনে দেশের ভবিষ্যত নির্মাণ করবে জাতীয় পার্টি।
সভায় প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ সাংগঠনিক অগ্রগতি তুলে পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করেন। এসময় দলের কর্মসূচি এগিয়ে নিতেও নির্দেশনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

মতবিনিময় সভায় আরো বক্তব্য প্রদান করেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টিল আহŸায়ক সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি এড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডয়াম সদস্য এড. মোঃ রেজাউল ইসলাম ভূঞা, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির যগ্ম আহŸায়ক নাজমা আকতার, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিবুল্লাহ বেলালি, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ সেলিম উদ্দিন, চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহŸায়ক শেরিফা কাদের এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহŸায়ক নাজনীন সুলতানা, ভাইস-চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহŸায়ক এইচ.এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, যুগ্ম মহাসচিব ও জাতীয় শ্রমিক পার্টির সভাপতি এ.কে এম আসরাফুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, জাতীয় প্রাত্তন সৈনিক পার্টির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় যব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জাতীয় মৎসজীবীর পার্টির সভাপতি আজহারুল ইসলাম সরকার, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, জাতীয় সমাজের সভাপতি মোঃ ইব্রাহিম খান জুয়েল, জাতীয় মটর শ্রমিক পার্টির আহŸায়ক মোঃ মেহদী হাসান শিপন, জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ খলিলুর রহমান সিদ্দিকী, জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আহŸায়ক মোঃ ইকরাম হোসেন বাবু,  জাতীয় তরুন পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন, জাতীয় মটর শ্রমিক পার্টির যুগ্ম আহŸায়ক মোঃ আবদুর রহিম, জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সদস্য সচিব মোঃ আশরাফুল আলম, জাতীয় পেশাজীবী সমাজের সদস্য সচিব সাখাওয়াত খান প্রমুখ।

খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যানের
প্রেস সেক্রেটারী-০২

মাসিক চাঁদা পরিশোধ

মাসিক চাঁদা পরিশোধের জন্য বিকাশ একাউন্টের পেমেন্ট অপশন এ গিয়ে 01958368820 এই নাম্বার বা  বিকাশ অ্যাপস থেকে নিচের QR কোড স্ক্যান করে মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন বা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে যেকোন ক্রেডিট/ডেবিট কার্ড দিয়েও দেয়া যাবে বিস্তারিত


This will close in 20 seconds

error: Content is protected !!