
০৬ মে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। তাৎপর্যপূর্ণ এই দিনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন সহ প্রতিটি নেতা-কর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
১৯৮৩ সালে এই দিনে সাবেক সফল রাষ্ট্রনায়ক এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বেচ্ছাশ্রম, অর্থনৈতিক মুক্তি ও ইসলামী মূল্যবোধ শ্লোগানে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি প্রতিষ্ঠা করেন।
আমরা বিশ্বাস করি, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সব সময় জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।
বর্তমান সময়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায়, বিশ্ব আজ এক মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি। এমন সংকটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দুঃস্থ্য ও অসহায় মানুষের পাশে ছিলেন। তাই, আমরা পল্লীবন্ধুর আদর্শে আজীবন হতদরিদ্র্যের পাশে থাকবো। পাশে থাকবে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি।
এ উপলক্ষ্যে আমি বাংলাদেশের প্রতিটি নাগরিককে অভিনন্দন জানাচ্ছি।
গোলাম মোহাম্মদ কাদের এমপি
চেয়ারম্যান, জাতীয় পার্টি।