জাতীয় পার্টি বাংলাদেশের একটি রাজনৈতিক দল।

গণতন্ত্রের স্বার্থে এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১ জানুয়ারি ১৯৮৬ হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। একই বছরের ৭ মে তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন। নির্বাচনে বিএনপি বাদে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়। এর ফলে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান  গোলাম মোহাম্মদ কাদের এমপি ( জি এম কাদের )।

ঔপনিবেশিক আমলের ঘুণেধরা আর্থ-সামাজিক-প্রশাসনিক কাঠামোর মৌলিক পরিবর্তন করিয়া স্বাধীন দেশের উপযোগী একটি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির বলিষ্ঠ প্রত্যয় নিয়া জাতীয় পার্টির জন্ম ১৯৮৬ সালের ১ জানুয়ারি। হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা।

স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সংহত করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে দৃঢ়মূল ভিত্তি প্রদান, শত শত বছর ধরিয়া লালিত আর্থ-সামাজিক স্থিতাবস্থার অবসান ঘটাইয়া স্বাধীন জাতীয় অর্থনীতি গড়িয়া তোলা এবং অধিকতর সামাজিক ন্যায়বিচার অর্জনের লক্ষ্যে কিছু কিছু মৌলিক বিষয়ে পরিপূর্ণ ঐক্য গড়িয়া তোলার আকাক্ষা পূরণ জাতীয় পার্টির লক্ষ্য।

 

মাসিক চাঁদা পরিশোধ

মাসিক চাঁদা পরিশোধের জন্য বিকাশ একাউন্টের পেমেন্ট অপশন এ গিয়ে 01958368820 এই নাম্বার বা  বিকাশ অ্যাপস থেকে নিচের QR কোড স্ক্যান করে মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন বা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে যেকোন ক্রেডিট/ডেবিট কার্ড দিয়েও দেয়া যাবে বিস্তারিত


This will close in 20 seconds

error: Content is protected !!