
(সংবাদ বিজ্ঞপ্তি) ।
ঢাকা, বৃহস্পতিবার ,০৯ ডিসেম্বর- ২০২১।
জাতীয় পার্টি টেকনাফ পৌরসভার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান’কে পার্টির প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক ধারা মোতাবেক জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
বার্তাপ্রেরকঃ- ( মাহমুদ আলম) যুগ্ম দফতর সম্পাদক,
জাতীয় পার্টি,কেন্দ্রীয় নির্বাহী কমিটি।