শোক সংবাদ

ঢাকা-৯ ডিসেম্বর, বৃহস্পতিবার,২০২১:

জয়পুরহাট জেলা শাখা পার্টির প্রচার সম্পাদক মোঃ ইকবাল বিশ্বাস (৫৬) ব্রেনষ্ট্রোক হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার অনুমানিক সময় দুপুর ১:০০ টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ এক শোকবার্তায় ইকবাল বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

পৃথক এক শোক বার্তায় ইকবাল বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি । তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেছেন । মোঃ ইকবাল বিশ্বাস মৃত্যুকালে স্ত্রী,১ ছেলে,১মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্ৰাহী রেখে গেছেন।

বার্তা প্রেরক

এম এ রাজ্জাক খান

দফতর সম্পাদক-২

জাতীয় পার্টি।

error: Content is protected !!