(প্রেস বিজ্ঞপ্তি)

ঢাকা, রবিবার, ০২ এপ্রিল ২০২৩ :

কূটনৈতিক ও দেশের বিশিষ্টজনদের সম্মানে দেওয়া ইফতার মাহফিল-এ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি’র দেওয়া বক্তব্য নিম্নরূপ।

Address of wellcome by Mr. G.M. Quader Chairman Party., Jatiyo

Honoable minister s,Honoable members of parliament

Esteemed Excellencies, distinguished guests, ladies, and gentlemen,

Assalamu Alaikum and a very good evening. Holly Ramadan Mubarak.

It is with immense pleasure I welcome you to our Iftar Party this evening. I must say, we all from Jatiyo Party are honored for your kind presence amongst us. As a religion, Islam upholds the values of peace and harmony. Islam teaches us to greet each other with the phrase “peace be on you”. Ramadan is the holiest month for Muslims. It is a time of spiritual reflection and self-improvement, It teaches us the highest levels of restraint in all aspects of life. While abstaining from food and drink during daylight hours is a modest ritual, The cardinal principles of Ramadan fasting include keeping our fellow human beings safe from harm through our words and actions.

Unfortunately, the world is currently facing a turbulent period that is undermining the pursuit of peace. Therefore, we must come together to stop this situation. As we observe this holy month of Ramadan, we must allow good sense to prevail and work together to create a peaceful planet for all. According to a global report, 222 million people in 53 countries, including Bangladesh, face acute food crises, while experts warn that energy remains a major threat to the global economy.

Let us pray that God Almighty grants us our wish for peace for all people worldwide.

Now, I Would like to say something in Bangla.

উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ,

আপনারা আমাদের আয়োজনে অংশ নিয়ে আমাদের সম্মানিত করেছেন। বর্তমানে বিশ^ পরিস্থিতি এক ভয়াবহ অবস্থা অতিবাহিত করছে। আমরা চাই, পবিত্র এই মাহে রমজানে সবার শুভ বুদ্ধির উদয় হোক। আমরা যেনো এই পৃথিবীতে শান্তিপূর্ণ সহঅবস্থান করতে পারি। একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের ২ শত ২২ বিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। এছাড়া, জ্বালানী সংকটে বিশ্ব হুমকির মুখে পড়বে। আমাদের প্রত্যাশা, মহান আল্লাহ যেন- পবিত্র রমজানের পূর্ণ নেয়ামতে বিশ্বে শান্তিময় পরিস্থিতি বজায় রাখেন। আপনাদের আবারো আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।

Excellencies, Ladies & Gentlemen,

Once again, I express my gratitude to you for joining us this evening. I, like to add, we feel privileged to host you. May Allah bless us all with good health, peace, and happiness.

Ameen.

কূটনৈতিকদের মধ্যে রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন, আমেরিকা, ব্রিটেন, কানাডা, নেপাল, চায়না, ইরান, কসোভো এবং জাতিসংঘ। কূটনৈতিকদের মধ্যে উপ-রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন, ভারত, নেদারল্যান্ড, ইউরোপিয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ডেমক্রেসি ইন্টারন্যাশনাল।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ-এর প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন এমপি, জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এমপি, আওয়ামী লীগ-মপ বিপ্লব বড়ুয়া ও সুব্রত বড়ুয়া।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য – ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আব্দুস সালাম, বিএনপি ভাইস চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী, গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান – আবুল হাসনাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, সু-শাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এএসএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন দফতরের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ জাতীয় পার্টির চেয়ারম্যানের দেওয়া ইফতার মাহফিলে অংশ নেন।

জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি, মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি,এডভোকেট সালমা ইসলাম এমপি।

এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য – মোঃ আবুল কাশেম, গোলাম কিবরিয়া টিপু,সাহিদুর রহমান টেপা, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আবদুল মান্নান, হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস এম ফয়সাল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত, নাজমা আকতার এমপি, বীরমুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, নাছির ইউ মাহমুদ, মোঃ জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল, সংসদ সদস্য – রওশন আরা মান্নান, শেরীফা কাদের, মোঃ শরিফুল ইসলাম জিন্নাহ, নূরুল ইসলাম তালুকদার, আহসান আদেলুর রহমান, মাননীয় চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা।

অনুষ্ঠানে কূটনৈতিকদের অংশগ্রহণের বিষয়ে সমন্বয়ক হিসেবে ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা। তাকে সহায়তা করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান তাকের এ আদেল।

খন্দকার দেলোয়ার জালালী

জাতীয় পার্টি চেয়ারম্যান এর

প্রেস সেক্রেটারি-০২

#GMQuader #jatiyoparty

মাসিক চাঁদা পরিশোধ

মাসিক চাঁদা পরিশোধের জন্য বিকাশ একাউন্টের পেমেন্ট অপশন এ গিয়ে 01958368820 এই নাম্বার বা  বিকাশ অ্যাপস থেকে নিচের QR কোড স্ক্যান করে মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন বা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে যেকোন ক্রেডিট/ডেবিট কার্ড দিয়েও দেয়া যাবে বিস্তারিত


This will close in 20 seconds

error: Content is protected !!