
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগরের সাবেক আহ্বায়ক এস এম মন্জুর উল আলম এর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান- এর শোক
(শোক বার্তা) ।
ঢাকা- ৩০ এপ্রিল, শুক্রবার ২০২১। জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগরের সাবেক আহ্বায়ক,খুলনার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সাবেক পিপি, বিশিষ্ট আইনজীবী এস এম মন্জুর উল আলম (৮০) গত রাত ১২:৪৫ টায় খুলনা মহানগরীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন,পল্লীবন্ধু এরশাদ মুক্তি আন্দোলনের অকুতোভয় সৈনিক হিসেবে ও জাতীয় পার্টির রাজনীতিতে মরহুম এস এম মন্জুর উল আলম এর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। মরহুম এস এম মন্জুর উল আলম মৃত্যুকালে একমাত্র ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ বাদ জুম’আ নামাযে জানাযা শেষে মরহুমকে খুলনা বয়রাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পৃথক এক শোক বার্তায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগরের সাবেক আহ্বায়ক,সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব,বিশিষ্ট আইনজীবী এস এম মন্জুর উল আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। অনুরূপ এক শোকবার্তায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগরের সাবেক আহ্বায়ক, বিশিষ্ট আইনজীবী মরহুম এস এম মন্জুর উল আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মোঃ সাহিদুর রহমান টেপা। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
বার্তা প্রেরকঃ-
(মাহমুদ আলম) যুগ্ম দফতর সম্পাদক,
জাতীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মোবাইলঃ ০১৯১১৪৪৪৮৮৭