
( সংবাদ বিজ্ঞপ্তি)
আগামী ১৪ জুলাই,২০২১ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সভা অনুষ্ঠিত।
ঢাকা- ২৮ জুন, সোমবার ২০২১।
আজ সোমবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ২য় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির এক সভা পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মোঃ সাহিদুর রহমান টেপা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- এডভোকেট জহুরুল হক জহির, এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার, সুমন আশরাফ, এস এম আল জুবায়ের, এডভোকেট খন্দকার ফাইকুজ্জামান ফিরোজ, হুমায়ুন কবীর শাওন,এডভোকেট এমদাদুল হক ও বাবু বিষ্ণুপদ রায়।
খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সম্মানিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি সমূহ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্মসূচী সমূহ :
১) খুলনা বিভাগের প্রতিটি জেলা শহরে স্মরণ সভা ও জেলায় স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দো’আ মাহফিলের ব্যবস্থা করা। (দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে)।
২) পল্লীবন্ধু এরশাদ স্মরণে খুলনা বিভাগীয় কমিটির পক্ষ হতে একটি পোস্টার বের করে তা সংশ্লিষ্ট সকল জেলা-উপজেলায় বিতরণের ব্যবস্থা করা।
৩) খুলনা বিভাগের প্রতিটি জেলায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী পালনের নির্দেশ সম্বলিত চিঠি প্রেরণ।
৪) স্বাস্থ্যবিধি মেনে খুলনা বিভাগের প্রতিটি জেলায় মাস্ক বিতরণ।
৫) ১৪ জুলাই দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা।
বার্তা প্রেরকঃ-
(মাহমুদ আলম)
যুগ্ম দফতর সম্পাদক,
জাতীয় পার্টি।