
(প্রেস বিজ্ঞপ্তি)
ঢাকা, বুধবার, ২৭ অক্টোবর ২০২১:
প্রবীণ আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, প্রবীণ আইনজীবী বাসেত মজুমদার গরীবের আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। অসহায় মানুষের আইনী সহায়তায় বাসেত মজুমদার ছিলেন অনন্য। তিনি আইনজীবীদের পেশাগত ও দক্ষতা উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক বরেণ্য আইনবীদকে হারালো। প্রবীণ আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাসেত মজুমদারের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। আরো শোক প্রকাশ করেছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এবং জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি এডভোকেট শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২।