ঢাকা, ২৯ মার্চ সোমবার, ২০২১ :
ভাগ্য রজনী শবে বরাত উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় এই মহিমান্বিত রাত উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর-এর প্রতি মোবারকবাদ জানান তিনি।
অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান এই রাতের ফজিলতে রাব্বুল আলামিন যেন বৈশ্বিক মহামারী কোভিড নাইনটিন বা নভেল করোনা ভাইরাসের ছোবল থেকে বাংলাদেশ সহ সারা পৃথিবীকে রক্ষা করেন। বাংলাদেশের প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করেন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, নভেল করোনা ভাইরাস-এর নতুন ঢেউ আমাদের দেশসহ সারা বিশ্বকে আতংতিক করে তুলেছে। সবাই অজানা এই শত্রু মোকাবেলায় জমায়েত এড়িয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করুন। সম্ভব হলে ঘরে থেকেই পরম শ্রষ্টার ইবাদতে মশগুল থাকুন।
মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে তিনি বলে, পবিত্র শবে বরাতের মহিমান্বিত রাতের পূর্ণ ফজিলত আমাদের উপর বর্ষণ করুন। পূণ্যময় রাতে আল্লাহ যেন কবুল করেন আমাদের অকৃত্রিম ফরিয়াদ।

You may also like

Page 1 of 14

মাসিক চাঁদা পরিশোধ

মাসিক চাঁদা পরিশোধের জন্য বিকাশ একাউন্টের পেমেন্ট অপশন এ গিয়ে 01958368820 এই নাম্বার বা  বিকাশ অ্যাপস থেকে নিচের QR কোড স্ক্যান করে মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন বা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে যেকোন ক্রেডিট/ডেবিট কার্ড দিয়েও দেয়া যাবে বিস্তারিত


This will close in 20 seconds

error: Content is protected !!